মোরেলগঞ্জে শিশু সুরক্ষায় ১০৯৮ বিষয়ে কর্মশালা

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৬:৪৭ পিএম, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯ | ৭১৮

মোরেলগঞ্জে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হেল্প লাইন ১০৯৮ নম্বরের বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল ও থানার ওসি কেএম আজিজুল ইসলাম। উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে বিভিন্ন শ্রেণি পেশার ৫০জন প্রতিনিধি কর্মশালায় অংশ গ্রহন করেন। সমাজসেবা কর্মকর্তা মো. রায়হান কবির কর্মশালাটি পরিচালনা করেন।


এ সময় সরাসরি ১০৯৮ নম্বরে ফোন দিয়ে সেবাগুলো সম্পর্কে উপস্থিত সকলকে জানানো হয়। চেয়ারম্যান আকরামুজ্জামান, রেজাউল করিম নান্না, প্রধান শিক্ষক রেহানা রিয়া, ফারজানা বিথি প্রমুখ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত