রামপালে দুই দিনব্যাপী বালক ব্রক্ষচারী স্মরণ সভা

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৬:১৫ পিএম, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯ | ৮৩৯

রামপালে দুই দিনব্যাপী জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রক্ষচারী মহারাজ এর শততম আবির্ভাব উপলে এক স্মরণ সভা ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

উপজেলার হুড়কা ইউনিয়নের ঝলমরিয়া দিঘীর পাড়ে রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত অনুষ্ঠানে রাম নারায়ন রাম মহানাম সংকীর্তনসহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হয়েছে।

অনুষ্ঠানের আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, বিচিত্র বীর্য পাড়ে, পুষ্পজিৎ মন্ডল, জহর লাল বিশ্বাস, পার্থ প্রতীম বিশ্বাস, বাসুদেব মলিক, পবিত্র পাড়ে, প্রদীপ মন্ডল, যুগল বিশ্বাস, জুঁই বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে লেখক জহর লাল বিশ্বাস এর “বৈঠকী কবিগান” বইয়ের মোড়ক উন্মোচন করেন সেখ মোয়াজ্জেম হোসেন।


  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত