কচুয়ায় তথ্য অধিকার ও জবাবদিহিতার লক্ষে প্রদর্শনী

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৩:০৭ পিএম, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯ | ৫৪৬

কচুয়ায় তথ্য অধিকার ও প্রশাসনিক জবাবদিহিতার লক্ষে ব্রিটিশ কাউন্সিলের প্লাট ফর্ম ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের উদ্যোগে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ সরকার ও ইউরোপিও ইউনিয়নের অর্থায়নে উপজেলা অডিটরিয়ামে সিআরসির চেয়ারম্যান অধ্যক্ষ নরেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে এ প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শিকদার আবু বক্কর সিদ্দিক, কচুয়া প্রেসকাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, প্লাট ফর্ম ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর কামরুল ইসলাম, জেলা ফ্যাসিলিটেটর গোপীনাথ সাহা, রিসার্স অফিসার কেএম নাজমুল হুদা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নবারুন যুব সংঘের সভাপতি সমীর বরণ পাইক, স্যাপ সদস্য সাইদল ইসলাম প্রমুখ।

পরে অতিথিরা স্টল গুলো ঘুরে দেখেন। উপজেলার ৩টি ইউনিয়নের ১০টি স্টল এ প্রদর্শনীতে অংশ নেয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত