মানববন্ধনে পুলিশের বাধার অভিযোগ

বাগেরহাটে বিএনপি’র দু’গ্রুপের আলাদা কর্মসূচি

মামুন আহম্মেদ

আপডেট : ০৩:২৩ পিএম, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯ | ১৭৮৮

বাগেরহাটে বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার সু চিকিৎসা ও মুক্তির দাবীতে জেলা বিএনপির দুই গ্রুপ আলাদা-আলাদা ভাবে দলীয় কর্মসুচি পালন করেছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার সময় শহরে সরুই এলাকায় দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি গ্রুপের মানববন্ধন কর্মসূচী পন্ড করে দিয়েছে পুলিশ এমন অভিযোগ করেছেন। পরে দলীয় কার্যালয়ের গেটে পুলিশের বাধা ও কারাবন্দি দলীয় বিএনপি চেয়ারপারসনের সুচিকিৎসা ও মুক্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি সভাপতি এমএ সালাম গ্রুপ।

এসময় বাগেরহাট জেলা বিএনপি সভাপতি এম.এ সালাম, সাধারন সম্পাদক আলী রেজা বাবু, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, জেলা যুবদলের সাবেক সভাপতি মেহবুবুল হক কিশোরসহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অপরদিকে, জেলা বিএনপির অপর গ্রুপ বাগেরহাট কোর্ট চত্বরের সামনে খুলনা-বাগেরহাট মহাসড়কে আলাদা ভাবে কারাবন্দি বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করে। জেলা বিএনপির অন্য গ্রুপের মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সহ সভাপতি কামরুল ইসলাম গোরা, সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা শ্রমিকদলের সভাপতি সরদার লিয়াকত হোসেন, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম পল্টুসহ দলীয় নেতৃবৃন্দ। বাগেরহাট জেলা বিএনপির দু’গ্রুপের নেতারা তাদের বক্তব্যে, কারাবন্ধি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবী জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত