কচুয়ায় ওয়ার্ল্ডভিশনের উদ্যোগে তাল বীজ রোপন

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০২:১৫ পিএম, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯ | ৭১০

কচুয়া উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন সড়কে তালবীজ রোপন শুরু হয়েছে। ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কচুয়া এপির উদ্যোগে সোমবার সকালে কচুয়া-বাধাল সড়কে অতিথি হিসাবে উপস্থিত থেকে এ তালবীজ রোপন করেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ।


এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কচুয়া এপির ম্যানেজার তপন কুমার মন্ডল, প্রোগ্রাম অফিসার বিপ্লব মন্ডল,রিপন হালদার প্রমুখ।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন সড়কে পর্যায়ক্রমে ১০ হাজার তালবীজ রোপন করা হবে বলে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কচুয়া এপির ম্যানেজার তপন কুমার মন্ডল বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত