শরণখোলায় নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০১:২১ পিএম, বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০১৯ | ১১৭৮

শোক র‌্যালি, শ্রদ্ধাঞ্জলি অর্পণ, কালোব্যাজ ধারণ, উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের পৃথক স্মরণসভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতাসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে শরণখোলায় জাতির জনকের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সকাল ৯টায় উপজেলা প্রশাসনের শোক র‌্যালিতে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশগ্রহন করে। র‌্যালি শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আকনের নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে প্রথমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এর পর একে একে বিভিন্ন প্রতিষ্ঠান পূষ্পমাল্য অর্পণ করে।

সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাসের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা প্রশাসনের স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার সরকার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামাল মিয়া শোভন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরুজ্জামান খান, মুক্তিযোদ্ধা সংসদের কামন্ডার এমএ খালেক খান, ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, রায়েন্দা ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক সুলতান আহমেদ গাজী এবং রায়েন্দা মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইয়েদুল হক।

অপরদিকে, পাঁচরাস্তা বাদল চত্বরে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এম সাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্মরণসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ মুক্তা, যুগ্ম-সাধরাণ সম্পাদক রফিকুল ইসলাম কালাম, কৃষকলীগের সভাপতি এম ওয়াদুদ আকন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমি, জেলা যুবলীগ নেতা আজমল হোসেন মুক্তা, যুবলীগ নেতা আসাদুজ্জামান স্বপন, ছাত্রলীগের আহবায়ক হাসান মীর ও যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম জীবন।

এছাড়া, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা আলাদাভাবে শোক দিবসের কর্মসূচী পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে উপজেলা টিটি এন্ড ডিসি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত