ফকিরহাটে জাতীয় শোক দিবস পালিত

পি কে অলোক, ফকিরহাট

আপডেট : ০১:১৯ পিএম, বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০১৯ | ৫০৮

ফকিরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে মাল্যদান, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার, কৃষি অফিসার মোঃ নাছরুল মিল্লাত, মৎস্য অফিসার অভিজিৎ শীল, থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু জাহিদ শেখ, প্রাণী সম্পদ অফিসার পুষ্পেন শিকদার।

বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে সকাল ৭টায় পুষ্পমাল্য অর্পন, শোকর‌্যালী ও পরে বঙ্গবন্ধু ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতি দুলাল চন্দ্র দাশ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।

ইউনিয়ন আ,লীগের সাঃ সঃ মোঃ ইউনুস আলী শেখ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সহ-সভাপতি আব্দুল হাই, যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদা, সাংগঠনিক সম্পাদক তরুন দাশ, ছাত্রলীগের সাঃ সঃ রাতুল দাশ, শ্রমিকলীগের সাধারন সম্পাদক মাহাবুর রহমান, উপজেলা মহিলালীগের সভাপতি মল্লিকা দাশ, কৃষকলীগের সভাপতি ইনছান উদ্দিন, মহিলানেত্রী নিলুফার ইয়াসমিন।

দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে শোক র‌্যালী ও আলোচনা সভা দুপুরে অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সহকারী পরিচালক (এলআর) মুহম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও আ,লীগ নেতা আনন্দ কুমার দাশ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অলিপ দাশ, অফিসের হিসাব রক্ষন কর্মকর্তা আব্দুল আজিজ, অফিস সহকারী মোঃ রেজাউল করিম, কর্মচারী অলোক দাশ, স্বপন মজুমদার, আ,লীগ নেতা পরিমল দাশ ও রিপন অধিকারী প্রমুখ।

ডিপ্লমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ও বঙ্গবন্ধু ডিপ্লমা কৃষিবিদ পরিষদ ফকিরহাট উপজেলা শাখার উদ্যোগে অনুরুপ কর্মসূচি পালিত হয়েছে। সংগঠনের উপজেলা সভাপতি প্রদীশ কুমার মন্ডল এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা সাধারন সম্পাদক বিপুল কুমার পাল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত