ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে

শরণখোলায় শোভাযাত্রা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান লিফলেট বিতরণ

শরণখোলা প্রতিনিধি

আপডেট : ০২:১৮ পিএম, বুধবার, ৩১ জুলাই ২০১৯ | ১৯০৪

শরণখোলায় ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং লিফলেট বিতরণ করেছে রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল স্কাউট ও গার্লস গাইড। বুধবার দুপুরে এ কর্মসূচী পালিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান আহমেদ গাজীর নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলার সদর রায়েন্দা বাজারের প্রধান প্রধান সড়ক ও পাঁচরাস্তা শহীদ মনিরুজ্জামান বাদল চত্বর এলাকা প্রদক্ষিণ করে। এসময় ডেঙ্গু বিষয়ে সচেতন করতে বিভিন্ন নিদের্শনা সম্বলিত লিফলেট ব্যবসাীয় ও পথচারীদের মাঝে বিতরণ করা হয়। শোভাযাত্রা শেষে বিদ্যালয়ের আশাপাশ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করে স্কাউট ও গার্লস গাইড সদস্যরা।

প্রধান শিক্ষক সুলতান আহমেদ গাজী বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, শিক্ষা মন্ত্রনালয়ের নিদের্শনা অনুযায়ী তাদের এ প্রচার কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত