কচুয়ায় প্রতিপক্ষের হামলায় দু-সহোদর আহত

আপডেট : ০৩:৫৭ পিএম, রোববার, ২৮ জুলাই ২০১৯ | ১১৯২

কচুয়ায় ৭ বছরের শিশুর মারপিট ঠেকাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় দুসহোদর আহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার চরসোনাকুড় গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, চরসোনাকুড় গ্রামের মৃত ইয়াছিন শেখের ছেলে ছত্তার শেখ(৬৫) ও তার ছোট ভাই শাহএমরান(৪৫)।

এলাকাবাসি ও আহতের স্বজনরা জানান, রবিবার সকালে বাড়ীর আঙ্গীনায় খেলার ছলে প্রতিবেশী অপর একটি শিশুর সাথে শাহএমরান এর ৭বছরের শিশু আদুরীর সাথে গন্ডগোল হয়, এতে অপর শিশুর মা নাজনিন(৩২) এসে ওই শিশু আধুরীকে মারপিট করে। এসময়ে আধুরীর বাবা শাহএমরান ঠেকাতে এলে প্রতিপক্ষের দীন ইসলাম(৪৫) তার ছেলে কাওছার(২২),নাইম শেখ(১৮) হামলা চালায়। ছোটভাইকে বাঁচাতে বড় ভাই ছত্তার শেখ এগিয়ে এলে তাকেও কুপিয়ে এবং পিটিয়ে রক্তাক্ত জখম করে।

কচুয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বেলফার হোসেন বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, দুজনই মাথা,কপাল ও হাতে ধাড়ালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয়েছেন, তবে তারা এখন শংকামুক্ত।

কচুয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ সফিকুর রহমান বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, আভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত