মোংলা বন্দর কর্তৃপক্ষের সিবিএ নির্বাচনে ১৩টি পদের অনুকূলে ৪৮টি

মোংলা প্রতিনিধি

আপডেট : ০৮:৫৮ পিএম, শনিবার, ২৯ জুন ২০১৯ | ১৬৪২

মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী সংঘ (সিবিএ) দ্বি-বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র বিক্রি হয়েছে। এ নির্বাচনে ১৩টি পদের অনুকুলে ৪৮টি মনোনয়ন বিক্রি হয়। আগামী ১৩ জুলাই বৃহত্তম এ সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সভাপতি আর সাধারন সম্পাদক পদে এবার সর্বোচ্চ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন প্রার্থীরা।

দক্ষিনাঞ্চলের বৃহৎ কর্মচারী সংগঠন মোংলা বন্দর কর্মচারীদের সিবিএ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি করেছে নির্বাচন পরিচালনা কমিটি। শনিবার বন্দর কর্মচারী সংঘের সিবিএ কার্যালয়ে সকাল ১০ টায় বিতরন শুরু হলে ১৩টি পদের অনুকুলে ৪৮ জন মনোনয়ন সংগ্রহ করেন। এতে সভাপতি পদে মোঃ সাইজদ্দিন মিয়া, মোঃ ফিরোজ মিয়া, নাসির চৌধুরী, ও নাসির মৃধাসহ ৪জন আর সাধারন সম্পাদক পদে মোঃ ফিরোজ, কাজী খুরশিদ আলম পল্টু, নাসির চৌধুরী, সাইদুজ্জামান ও নুর মোহাম্মাদ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। উল্লেখ্য থাকে নাসির চৌধুরী সভাপতি ও সাধারন সম্পাদক পদে দুইটি মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বন্দরের সিনিয়র হিসাব রক্ষক কর্মকর্তা গোলদার শাহবাজ বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান,আগামী ১৩ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সংগঠনে ৮শ’ ৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ ছাড়া ৩০ জুন মনোনয়ন ফরম জমা নেয়া হবে। বাছাই ১ জুলাই আর প্রত্যাহার ২ জুলাই।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। প্রতি দুই বছর পর পর মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী সংঘ (সিবিএ) নির্বাচন অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত