গ্রাম আদালতের সেবা সম্পর্কে

ফকিরহাটে দুটি ইউনিয়নে র‌্যালী ও আলোচনা সভা

ফকিরহাট সংবাদদাতা

আপডেট : ১০:১৮ পিএম, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭ | ৫৬৮

ফকিরহাট উপজেলার দুইটি ইউনিয়নে ” অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি মুলক র‌্যালী ও আলোচনা সভা মঙ্গলবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, গ্রাম আদালতের জেলা ফ্যাসিলেটর মহিতোষ রায়, উপজেলা সমন্বয়কারী সৃচিত্রা রানী বিশ্বাস, সচিব এসএম দাউদ আলী, ইউপি সদস্য মোঃ ইউনুস আলী শেখ, নির্মলেন্দ্র শেখর দেবনাথ, মোঃ আলমগীর হোসেন, জামাল উদ্দিন ফকির, অজয় কুমার বিশ্বাস, উপ-সহকারী কৃষি অফিসার প্রদীপ কুমার মন্ডল ও গ্রাম আদালত সহকারী মোঃ কামরুল ইসলাম প্রমুখ।

এর আগে শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনিতিবিদ, সমাজসেবক,শিার্থী ও সুশিল সমাজের সমন্বয়ে একটি র‌্যালী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদিন করে। এছাড়া শুভদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি মুলক র‌্যালী ও আলোচনা সভা ইউপি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, ইউপি সচিব লিটন, ইউপি সদস্য অলিপ কুমার ঘোষ, প্রদীশ অধিকারী, যুবলীগ নেতা শুভেন্দ্র রায় চৌধুরী, শেখ শহীদুল হক সাবু, ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম বায়োজিত, স্বেচ্ছাসেবকলীগ নেতা একরামুল কবির নান্নু, হুমায়ুন কবির, গ্রাম আদালত সহকারী নয়ন বিশ্বাস ও ইউসি মঞ্জুয়ারা বেগম প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত