প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন তালুকদার আব্দুল খালেক

মাসুদ রানা,মংলা

আপডেট : ০৯:০৬ পিএম, মঙ্গলবার, ২৮ মে ২০১৯ | ১৯৫৮

মংলা- রামপাল (বাগেরহাট-৩) আসনের সাবেক সাংসদ ও বর্তমান খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেককে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ মে) মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে।

গত বছরের ১৫ মে খুলনার মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী তালুকদার আবদুল খালেক। মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়েছে, স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

তালুকদার আব্দুল খালেক ১৯৯৬ -২০০১ সাল পর্যন্ত গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ত্রান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগেও ২০০৮ সালের খুলনা সিটি নির্বাচনে প্রথম বারের মত মেয়র নির্বাচিত হন তালুকদার খালেক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত