চিতলমারীতে স্থানীয় টেকসই উন্নয়ন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

এস এস সাগর, চিতলমারী

আপডেট : ০৬:৫৯ পিএম, মঙ্গলবার, ২১ মে ২০১৯ | ১০১৬

চিতলমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্থবায়ন বিষয়ক এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলানয়তনে মঙ্গলবার সাকাল ১০টা থেকে দিন ব্যাপী এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহন করেন উপজেলা পরিষদের সকল দপ্তরের বিভাগীয় কর্মকর্তা, সংবাদকর্মী, এনজিও প্রতিনিধি, ব্যাবসায়ী, শিক্ষক, ছাত্র, ধর্মীয় নেতাসহ বিভিন্ন স্তরের মানুষ।

উপজেলা নির্বাহী অফিসার মোছা: শাহানাজ পারভীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার খাতোনী জান্নাত, সহ-কমিশনার মো: সাইফুল ইসলাম, উপজেলা পরিসদের ভাইস চেয়ারম্যান মো: মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল, আ’লীগ সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পিযুষ কান্তি রায়, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোহন আলী বিশ্বাস, পরিদর্শক তদন্ত মো: একরাম হোসেন।

এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান, কৃষি অফিসার ঋতুরাজ সরকার, যুবউন্নয়ন অফিসার মোঃ সোরাব হোসেন, সমাজ সেবা অফিসার মো: আবু মুসা, অধ্যক্ষ বাবুল হোসেন মিঞা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান, প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এস সাগর, সাধারণ সম্পাদক শেখর ভক্ত ও যুগান্তর প্রতিনিধি শফিকুল ইসলাম সাফা। দিন ব্যাপী উক্ত কর্মশালার মূল প্রবন্ধ উপস্থানপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাজানাজ পরভীন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত