মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৪:৩৩ পিএম, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯ | ১২৩১

কচুয়ায় মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন- ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক শেখ মনিরুজ্জামান বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানায়, নির্বাচনে মোট ভোটার ছিল ৪৩৬জন, মোট প্রার্থী ছিল ১৮জন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে অত্র বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্রী সাওলি হক, সহ-কমিশনার, ইসরাত জাহান জান্নাতি (৮ম), আফসানা জান্নাতি অনন্যা । প্রিজাইডিং অফিসার ছিলো আইরিন আফরোজ (১০ম), সহ - প্রিজাইডিং অফিসার ছিল লিমন সরদার (১০), সুমাইয়া সোয়ামনি (৭ম), মুস্তাকমি বিল্লাহ্ (৭ম)।

পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন সুরাইয়া ইয়াসমিন সেতু (৯ম), প্রিয়ন্তী মন্ডল(৬ষ্ঠ) সাদমান ফকির (৭ম), শাহরিয়ার সিবলী (৯ম)।

নির্বাচনে যে ৮জন নির্বাচিত হয়েছে তারা হলো, প্রজ্ঞা অরনী (৬ষ্ঠ), মেহেদী হাসান (৬ষ্ঠ), শোভন স্বর্নকার (৭ম), শ্রাবনী আক্তার(৭ম), রুসান হাজরা (৮ম), তুলি হালদার (৮ম), ইব্রাহিম শেখ (৯ম), গাজী মমিনুল(১০ম)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত