শিক্ষক-কর্মচারী - চিকিৎসা কল্যান সমিতির

বাগেরহাটে ১৩ জন শিক্ষক কর্মচারীকে চিকিৎসা অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৭:২৮ পিএম, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯ | ৬৭৮

বাগেরহাট শিক্ষক- কর্মচারী চিকিৎসা কল্যান সমিতি বাগেরহাট সদর উপজেলার ১৩ জন শিক্ষক কর্মচারীকে চিকিৎসা অনুদান প্রদান করেছে। একই অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ১৯ জন শিক্ষক কর্মচারীকে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানজিরুল রহমান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন।

উপজেলা একাডেমিক সুপার ভাইজার এসএম হিশামুল হকের সভাপতিত্বে মংঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগর আলী, উপজেলা শিক্ষা অফিসার মো: শহিদুল ইসলাম, চিরুলিয়া স্কুল এন্ড কলেজের অধ্য মো: তানজিম হোসেন, সংগঠনের সম্পাদক নকিব আ: কুদ্দুস প্রমুখ।

উল্লেখ্য ২০১৫ সালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাছুদা আক্তার বাগেরহাটের বেসরকারী শিক্ষক কর্মচারীদের নিয়ে এ সংগঠন তৈরি করেন। শিক্ষক কর্মচারী সহ বিভিন্ন পেশার মানুষের সার্বিক সহযোগিতায় এ সংগঠনটি একটি প্রানবন্ত সংগঠনে পরিনত হয়েছে। বছরে ২ বার এ সংগঠন থেকে অসুস্থ্য শিক্ষক কর্মচারীদের অনুদান প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় অসুস্থ্য শিক্ষক কর্মচারীদের বিভিন্ন হারে আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে অসুস্থ্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাছুদা আক্তারের সুস্থ্যতা কামনা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত