মোরেলগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক সভা

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৮:২৫ পিএম, রোববার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯ | ৭১৯

মোরেলগঞ্জ থানা অফিসার ইন চার্জ কে এম আজিজুল ইসলাম বলেছেন, পুলিশ জনগনের বন্ধু। তাই জনসাধারনের জন্য থানা থাকবে উম্মুক্ত। কাউকে অবলম্বন করে থানায় আসতে হবেনা। যে কেউ যে কোন বিষয় সরাসরি তার সাথে কথা বলতে পারবেন।

রোববার উপজেলার বারইখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী তেতুলবাড়িয়া বাজারের আইন শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, অত্র উপজেলার আইন শৃঙ্খলা রক্ষায় তিনি বদ্ধ পরিকর। আইন শৃঙ্খলা বিরোধী কাউকে ছাড় দেয়া হবেনা। মাদকের ব্যাপারে তিনি জির টলারেন্স ঘোষনা করেন। মাদকের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেয়া হবেনা।

বারইখালী ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান লাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সুখরঞ্জন হালদার, ইউপি সদস্য মতিয়ার রহমান, নাসিরউদ্দিন শেখ , মোরেলগঞ্জ প্রেস কাব সাবেক সভাপতি মেহেদী হাসান লিপন, সহ-সভাপতি শামীম আহসান মল্লিক। বারইখালী ইউনিয়ন আইন শৃঙ্খলা কমিটি ও বাজার ব্যবসায়ী কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য মো. রুহুল আমীন ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত