মোরেলগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০২:৫২ পিএম, শুক্রবার, ২২ ফেব্রুয়ারী ২০১৯ | ১০৩৭

মোরেলগঞ্জে এক ইউনিয়ন চেয়ারম্যানের অত্যাচার নির্যাতনের প্রতিবাদে ও বিচারের দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন এলাকাবাসি। হোগলাবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান আকরামুজ্জামানের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেল ৪ টায় ওই ইউনিয়নের চরহোগলাবুনিয়া গ্রামের আজিজিয়া দাখিল মাদ্রাসা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চেয়ারম্যানের হাতে শারীরিকভাবে নির্যাতিত এবাদুল মাতুব্বর, শহিদুল মাতুব্বরসহ মানববন্ধনে ভূক্তভোগী দুই শতাধীক নারী পুরুষ এতে অংশ গ্রহন করেন।



মানববন্ধনে ভূক্তভোগী মো. সরোয়ার হোসেন, মজিবর রহমান, তাছলিমা বেগম, রাবেয়া বেগম প্রমুখ বক্তৃতা দেন। বক্তারা বলেন, ‘চেয়ারম্যান তার পূর্বের আক্রোশ মেটাতে এবাদুল ও তার ভাই শহিদুল মাতুব্বরকে চৌকিদার দিয়ে পরিষদে ডেকে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছেন। স্থানীয় আব্দুল মান্নান মাতুব্বরের অভিযোগের প্রেক্ষিতে চেয়ারম্যান দুই ভাইকে ডেকে নিয়ে পেটান’।



এ সম্পর্কে জানতে চাইলে চেয়ারম্যান আকরামুজ্জামান বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, ‘একটি মহল আমার সামাজিক ভাবমুর্তি ক্ষুন্ন করার লক্ষে কিছু লোককে ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়েছে। আমি কাউকে পিটাইনি’।


  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত