সুন্দরবনে বন্দুক যুদ্ধে বনদস্যু নিহত

মোংলা প্রতিনিধি

আপডেট : ০৮:৫২ পিএম, সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯ | ৬৯৫

সুন্দরবনে কোস্টগার্ড ও বনদস্যু আছাবুর বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধে অজ্ঞাত এক বনদস্যু নিহত হয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে পশ্চিম সুন্দরবনের সোনাইমুখী খাল এলাকায় এই বন্দুকযুদ্ধেও পর ঘটনাস্থল থেকে ৪টি অস্ত্র ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। কোস্টগার্ড এ তথ্য নিশ্চিত করেছে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, পশ্চিম সুন্দরবনের সোনাইমুখী খাল এলাকায় বনদস্যু আছাবুর বাহিনী অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড বাহিনী। এ সময় কোস্টগার্ড সদস্যরা সোনাইমুখে খালে প্রবেশ করা মাত্রই সেখানে পূর্ব থেকে অবস্থান নিয়ে থাকা বনদস্যুরা গুলি ছুড়তে থাকলে আত্মরক্ষার্থে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে রণে ভঙ্গ দিয়ে বনদস্যু বাহিীনির সদস্যরা সুন্দরবনের গহীন অরণ্যে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই তল্লাশী চালিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় অজ্ঞাত এক বনদস্যুর লাশসহ ৪টি অস্ত্র ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত