বাগেরহাটে শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৯:২০ পিএম, রোববার, ৩ ফেব্রুয়ারী ২০১৯ | ৫৭৬

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর বোর্ড ও কল্যান ট্রাষ্টে অতিরিক্ত চাদাঁ কর্তনের প্রজ্ঞাপন এবং জানুয়ারি ২০১৯ থেকে কালো আদেশ বাতিলের দাবীতে বাগেরহাটে শিক্ষকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বাগেরহাট প্রেসকাবের সামনে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম বাগেরহাট জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরামের বাগেরহাট জেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক সেলিম মাসুদ, সাধারন সম্পাদক আসাদুল কবির, কেন্দ্রিয় নেতা মো. আরিফুল ইসলাম, জেবা আইরিন, কোহিনুর রহমান, মো. আলাউদ্দিন শেখ প্রমুখ।

বক্তারা বলেন, প্রথমে আমরা খুশি হয়েছিলাম সরকার আমাদেরকে ৫ শতাংশ প্রবৃদ্ধি ভাতা দেয়ায়। কিন্তু আবার ৪ শতাংশ ভাতা কেটে নেয়ার জন্য যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা শিক্ষকদের সাথে প্রতারণার সামিল । আমরা সরকারের কাছে ভাতা কেটে নেওয়ার প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবী জানাই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত