চিতলমারীতে বিধবা নারীর শ্লীলতাহানি

এস এস সাগর

আপডেট : ০৬:১২ পিএম, শনিবার, ১২ জানুয়ারী ২০১৯ | ৩০২৫

চিতলমারীতে এক বিধবা নারীকে (৫৫) মারপিটসহ শ্লীলতাহানির অভিযোগে অবশেষে শুক্রবার রাতে থানায় মামলা হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবোখালী গ্রামের মনিমোহন বিশ্বাসের ভাইয়ের মৎস্য ঘেরপাড় দিয়ে একই গ্রামের ওই বিধবা নারী একা আসছিলেন। পথিমধ্যে মনিমোহন তাকে শ্লীলতাহানি ও মারধর করেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপজেলা মহিলা পরিষদ সভানেত্রী হেলেনা পারভিন বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, বিষয়টি ধামাচাপা দিতে এলাকার একটি মহল উঠেপড়ে লেগেছিল। পরে বাগেরহাট পুলিশ সুপারকে এই দরিদ্র নারীর উপর নির্যাতনের কথা জানানোর পর শুক্রবার রাতে থানায় মামলা দায়ের হয়েছে। এ ব্যপারে মনিমোহন বিশ্বাস নিজেকে নির্দোষ দাবি করেছেন।


তবে চিতলমারী থানার পুলিশ পরিদর্শক (ওসি) অনুকুল সরকার বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, বিধবার শ্লীলতাহানির ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামীকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত