উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে

ফকিরহাটে বই উৎসব পালিত

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৪:৪৩ পিএম, মঙ্গলবার, ১ জানুয়ারী ২০১৯ | ১১০১

ফকিরহাটে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার সকাল হতে দুপুর পর্যন্ত প্রায় দুই শর্তাধিক প্রতিষ্ঠানে এই বই উৎসব পালিত হয়েছে।

সকাল ১০টায় পূর্ব বেতাগা সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি লিপিকা রানী দাশ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগের সেরা বিদ্যুৎসাহী ও উপজেলা আ.লীগের সভাপতি স্বপন দাশ।

প্রধান শিক্ষক অসিত কুমার দাশ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী শিক্ষিকা লিপি রানী দাশ সহ বিভিন্ন শিক্ষক ও অভিভাবকবৃন্দ। পরে দুই শর্তাধিক শিক্ষাথীর মাঝে পাঠ বই বিতরন করা হয়। একই দিন সকালে ১১টায় মাসকাটা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য নিজাম উদ্দিনের সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী শেখ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সভাপতি স্বপন দাশ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পুষ্প রানী দেবনাথ। পরে আড়াই শতাধিক শিক্ষাথীর মাঝে বই বিতরন করা হয়। এছাড়া মাসকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ষাটতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বেতাগা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়, গাবখালী মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুরুপ বই উৎসব পালিত হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত