বাগেরহাটে বহিস্কৃত ৩ শিক্ষককে স্বপদে বহালের দাবীতে মানববন্ধন

আলী আকবর টুটুল

আপডেট : ০৮:১৮ পিএম, সোমবার, ২৫ জুন ২০১৮ | ১৪৫৮

বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের বহিস্কৃত ৩ শিক্ষককে স্বপদে বহালের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। সোমবার সকালে বাগেরহাট প্রেসকাবের সামনে বাগেরহাট সদর উপজেলা শিক্ষক-কর্মচারি ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়।


মানববন্ধনে বাগেরহাট স্বাধীনতা শিক্ষক পরিষদ, বাংলাদেশ শিক্ষক সমিতি ও মাদ্রাসা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ একত্ততা প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক অজয় কুমার চক্রবর্তী , বাংলাদেশ শিক্ষক সমিতির সদর উপজেলার সভাপতি শেখ হুমায়ুন কবির, হেদায়েতপুর আলীম মাদ্রাসার অধ্যক্ষ মো. হাফিজুর রহমান, প্রধান খান রেজাউল ইসলাম ,তামজীদ আলী, ইলিয়াছ হোসেন, মাসুদ আলী , ঝিমি মন্ডল প্রমুখ।


মানববন্ধনে বক্তারা বলেন, অন্যায়ভাবে বহিস্কৃত ৩ শিক্ষককে পহেলা জুলাই অর্ধবার্ষিকী পরীক্ষার শুরুর আগে স্বপদে বহাল করে বিদ্যালয়ের শিক্ষার মান বজায় রাখতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী মতিনুর রহমানকে অপসারন করতে বাধ্য হবো।


বহিস্কৃত শিক্ষকরা হলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ শামীম হাসান, সহকারী শিক্ষক (শরীর র্চচা) শেখ আব্দুল ওয়াহাব, সহকারী শিক্ষক (কম্পিউটার) মোসাঃ কামরুন্নাহার।


উল্লেখ গত ১০ জুন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী মতিনুর রহমান নিয়ম বহির্ভুতভাবে বিদ্যালয়ের ৩ শিক্ষককে একই সাথে বহিস্কার করেন। পরে শিক্ষকরা নিজেদের নির্দোষ দাবি করে বহিস্কারকে অন্যায় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন এবং বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকরা অনশন করেন।এরপর শিক্ষকদের মধ্যে তোলপাড় শুরু হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত