মোরেলগঞ্জে কমিউনিস্ট পার্টির নির্বাচনি জনসভা

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৭:৩৫ পিএম, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮ | ৫৪২

মোরেলগঞ্জে কমিউনিস্ট পার্টির মনোনীত বাম গনতান্ত্রিক জোটের প্রার্থী শরিফুজ্জামান শরিফের এক নির্বাচনি পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টায় বাজার চৌরাস্তা মোড়ে কমিউনিস্ট পার্টি আয়োজিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের গনতান্ত্রিক জোটের প্রার্থী কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরিফুজ্জামান শরিফ বলেন, অবাধ সুষ্ঠু নিরাপক্ষ নির্বাচনে অংশিদারিত্ব প্রতিদন্ধিতামূলক একাধিক প্রার্থী থাকলেও নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নেই। দেশ স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছিলো। স্বাধীনতা অর্জন করেছি আমরা, কিন্তু সাধারণ মানুষ প্রকৃত স্বাধীনতার সুফল আজও পায়নি। পুর্ন গনতন্ত্র ও বাক স্বাধীনতাকে খর্ব করা হয়েছে। তাই পুর্ন গনতন্ত্র উদ্ধারের জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাস্তে মার্কায় ভোট দিয়ে বিজয় করে সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে। এ সময় তিনি নির্বাচনে সাধারণ ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে সুষ্ঠু পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষে সেই পরিবেশ তৈরি করার জন্য নির্বাচন কমিশনার প্রতি আহ্বান জানান। ক্ষেত মজুর সমিতির উপজেলা নেতা শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে পথ সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক ফারুক হোসেন জুয়েল, ছাত্র ইউনিয়ন সাবেক নেতা কায়সার আহম্মেদ, কমিউনিস্ট পার্টির নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, ও ক্ষেত মজুর সমিতির নেতা মো. মজিবুর রহমান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত