শেখ তন্ময়ের নেতৃত্বে কচুয়ায় আ.লীগের নির্বাচনী গণমিছিল

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৪:০৬ পিএম, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮ | ৬৯১

প্রতীক বরাদ্ধের পর বাগেরহাট সদর আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী প্রধানমন্ত্রীর ভাতিজা শেখ সারহান নাসের তন্ময় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সোমবার দুপুরে উপজেলা আ.লীগের উদ্যোগে উপজেলা সদরে নির্বাচনী গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে কচুয়া বাজার জিরো পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক নৌকা প্রতীকের এ মিছিলে অংশ নেন। গণ মিছিলে প্রার্থী শেখ তন্ময়ের সাথে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, শেখ তন্ময়ের স্ত্রী ইরফা উদ্দিন, উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

বিভিন্ন এলাকার দলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সদরের বেলী ব্রীজ সংলগ্ন নতুন সড়কে জড়ো হতে থাকে। মিছিলের স্লোগানে স্লোগানে মূখরিত হয়ে উঠে সদরের কচুয়া এলাকা।


বাগেরহাট-২ আসনের প্রার্থী শেখ তন্ময় পথসভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের কথা প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে হবে। তিনি আরো বলেন, কচুয়াবাসির জন্য আমার সকল দরজা সব সময়ের জন্য খোলা থাকবে। যেকোন সময় আমাকে প্রয়োজনে ফোন দিবেন।

বাগেরহাট-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের জেষ্ঠ সহ-সভাপতি মীর শওকাত আলী বাদশা বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করতে হবে। এই এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নতুন মুখ শেখ পরিবারের সদস্য তরুণ প্রার্থী শেখ তন্ময়কে বাগেরহাট সদর আসনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত