বাগেরহাটে সমবায় দিবসে র‌্যালী

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:২২ পিএম, রোববার, ২৫ নভেম্বর ২০১৮ | ৬১৬

“সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১১টায় বাগেরহাট স্বাধীনতা উদ্যানের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শালতলাস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।


আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাহাদাত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানজিল্লুর রহমান, জেলা সমবায় কর্মকর্তা শেখ ফজলুল করিম, বিশিষ্ট সমবায়ী সরদার শুকুর আহমেদ প্রমুখ।


বক্তারা বলেন, সমবায়ে শক্তি, সমবায়ে মুক্তি। সমবায়ের মাধ্যমে এদেশের মানুষ স্বাবলম্বী হয়েছে। সমবায় ভিত্তিক সমাজ গড়ে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে সকলকে সমবায়ের আওতায় আসার আহবান জানান বক্তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত