ফকিরহাটের এসডিজি বাস্তবায়ন করতে ওয়ার্ড সভা

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৮:০৯ পিএম, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮ | ৪৯৭

ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা এবং তৃনমূলের জনগনের চাহিদা নির্দ্ধারণ ও তা বাস্তবায়ন করার লক্ষে ৩নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা গতকাল বৃহস্পতিবার বিকালে ধনপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ড সদস্য মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে এর উদ্ভোধন করেন, স্বশাসিত ইউনিয়ন পরিষদ এ্যাডভোকেসি গ্রুপ অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও ইউপি চেয়ারম্যান স্বপন দাশ, প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুর সবুর শেখ, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার ও শুভদিয়া ইউপি চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, উপদেষ্টা ছিলেন, সংরক্ষিত মহিলা সদস্যা মোসাঃ রাফেজা বেগম।

মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, শিক্ষাবিদ দুলাল চন্দ্র দাশ, প্যানেল চেয়ারম্যান-১ মোঃ ইউনুস আলী শেখ, শিক্ষক ইকরাম হোসেন বকুল, শিক্ষিকা মোসাঃ নিলুফার ইয়াসমিন, স্বেচ্ছাসেকলীগের সভাপতি অলিপ কুমার দাশ, যুবলীগের সভাপতি অজয় কুমার বিশ^াস, শ্রমিকলীগের সাধারন সম্পাদক মাহাবুর রহমান, উপকারভোগী আনজিরা বেগম, ফাতেমা বেগম, অহিদ শেখ, আজগার আলী সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ। এসময় সকল ওয়ার্ডের জনপ্রতিনিধি শিক্ষক সাংবাদিক প্রশাসনিক কর্মকর্তা উপকারভোগী সহ সুশীল সমাজের বিভিন্ন নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় উপকারভোগীরা তাদের চাহিদার কথা তুলে ধরেন, যা খসড়া আকারে রেজুলেশন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত