সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন

চিতলমারীতে উন্নয়নের চিত্র তুলে ধরে আওয়ামী লীগের প্রচার-প্রচারণা তুঙ্গে

এস এস সাগর, চিতলমারী

আপডেট : ১১:১৮ পিএম, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮ | ৮৮২

চিতলমারীতে ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন ও বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে আওয়ামী লীগের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। তারা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এ প্রচার চালাচ্ছেন। প্রচারণায় গোটা উপজেলায় নির্বাচনী আমেজ বিরাজ করছে।

তাদের প্রচার ও প্রচারণায় যে সকল উন্নয়নমূলক কর্মকান্ড উঠে এসেছে সে গুলো হলো ৬ শতাধিক গৃহহীন পরিবারের মধ্যে বিনামূল্যে ঘর প্রদান, পাটগাতী হতে খান জাহানআলী মাজার পর্যন্ত ফোর লেনের রাস্তা তৈরি, ফায়ার সার্ভিস স্টেশন, খাদ্য গুদাম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মান, মিনি স্টেডিয়াম প্রস্তুতের কাজসহ অর্ধ শতাধিক উন্নয়ন কাজ চলমান রয়েছে।

ইতোমধ্যে উপজেলা পর্যায়ে একটি করে স্কুল ও কলেজ জাতীয়করণ, শত ভাগ বিদ্যুতায়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়নসহ ৫০ শয্যায় উত্তীর্ণকরণ, শেখ লুৎফর রহমান সেতু নির্মান, দৃষ্টি নন্দন মডেল থানা ভবন নির্মান, আধুনিক মানের শিশু পার্ক নির্মান, ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে ঘরে ঘরে চাকুরির ব্যবস্থাকরণের কাজ শেষ হয়েছে।

এ ছাড়াও উপজেলার বড়বাড়িয়া, হিজলা, কলাতলা, শিবপুর, চিতলমারী সদর চরবানিয়ারীসহ ৭ টি ইউনিয়নে রাস্তা, কালভার্ট, গ্রামীণ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে।

এ ব্যাপারে চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, ২০০৮ সালে একে ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে চিতলমারী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের দাবী জানানো হয়েছিল। এ দাবীর প্রেক্ষিতে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মাধ্যমে সকল উন্নয়ন কর্মকান্ড ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আরও কিছু কাজ নির্মানাধীন রয়েছে। তাই অবশ্যই এ অঞ্চলের মানুষ পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত