বাগেরহাট-৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী

বদিউজ্জামান সোহাগের শরণখোলায় পূজা মন্ডপ পরিদর্শন

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৬:২৩ পিএম, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮ | ১৩৮৪

মহা অষ্টমিতে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গা পূজায় সামিল হয়েছেন বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ। তিনি বুধবার দুপুরে শরণখোলা উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শণ করেন।

দুপুর আড়াইটায় উপজেলা সদর রায়েন্দা কেন্দ্রিয় কালিমন্দির পূজা মন্ডপ পরিদর্শকালে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বদিউজ্জামান সোহাগ বলেন, বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ দেশ। এখানে সকল ধর্মের মানুষ একে অপরের ধর্মীয়সহ সব ধরণের উৎসবে সামিল হয়ে আনন্দ ভাগাভাগি করে নেয়। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে আজ সারা দেশে নির্বিঘেœ দুর্গা উৎসব পালিত হচ্ছে।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যাতে আবার ক্ষমতায় আসতে না পারে সেজন্য দেশ বিরোধীরা এক হয়েছে। তারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতাকে নষ্যাৎ করতে গভীর চক্রান্ত চালিয়ে যাচ্ছে। ওইসব ষড়যন্ত্রকারীরা যাতে সফল হতে না পারে সে জন্য সকল বিভেদ ভুলে জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে নৌকার পক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে।

পূজা মন্ডপ পরিদর্শনকালে শরণখোলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামাল উদ্দিন আকন, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদুল হক, শরণখোলা উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, জাকির হোসেন খান মহিউদ্দিন, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা মধু, জালাল আহমেদ রুমীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত