র‌্যালি ও আলোচনা

বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস

স্টাফ রিপোর্টার

আপডেট : ১১:২৭ এএম, রোববার, ২২ অক্টোবর ২০১৭ | ৮০৩

বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ দিবসটি উপলক্ষে রোববার সকালে বাগেরহাট শহর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা ৃপ্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) বাগেরহাট সার্কেলের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম।


বিআরটিএ এর খুলনা সার্কেল এ মটরযান পরিদর্শক মোঃ জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদৎ হোসেন, সুজন হালদার, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ, বাগেরহাট প্রেসকাবের সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, জেলা শ্রমিকলীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, বিআরটিএ এর বাগেরহাট সার্কেলের মটরযান পরিদর্শক মেহেদী হাসান প্রমুখ। এছাড়াও মোটরযান চালক, শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলের প্রতি আহবান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত