উপড়ে পড়ছে সড়কে গাছ

অব্যাহত বৃষ্টিতে বাগেরহাট পৌর শহরসহ নিন্মাঞ্চল প্লাবিত

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৩:৩৫ পিএম, শনিবার, ২১ অক্টোবর ২০১৭ | ৮৫১

টানা বৃষ্টির পানিতে বাগেরহাট পৌর শহরসহ নিন্মাঞ্চলের ঘরবাড়ি তলিয়ে গেছে। ঘরবাড়িতে পানি উঠে যাওয়ায় রান্না করতে পারছেনা অনেক পরিবার। ফলে তাদের ভোগান্তি বেড়েছে। বাগেরহাট পৌরসভার আলীয়া মাদ্রাসা, খারদ্বার, বাসাবাটি, সাহাপাড়া, রাহাতের মোড়, হাড়িখালী, মুণিগঞ্জ এলাকার রাস্তাঘাট তলিয়ে বাড়িঘরে পানি উঠে গেছে। এছাড়া উপকূলীয় বাগেরহাটের অধিকাংশ উপজেলার নিচু এলাকার বাড়িঘর পানিতে তলিয়ে রয়েছে এবং বেশকিছু মাছের ঘের ও পুকুর তলিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। টানার বৃষ্টির কারনে মংলা বন্দরে জাহাজের পণ্য ওঠানামার কাজ বন্ধ থাকার পর শনিবার সকালের পালা থেকে আবার শুরু হয়েছে।

স্থানীয়রা বলছেন, টানা বৃষ্টিতে ঘরে পানি উঠে গেছে। ঘরের মধ্যে হাটু পানি। ঘরে বসবাস করাই দুরহ হয়ে উঠেছে। রান্না খাওয়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় গত ৪/৫ বছর ধরে পৌরসভার বিভিন্ন এলাকা একটু বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় বলে অভিযোগ তাদের। বেশকিছু মাছের তলিয়ে গেছে।

মংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দরে বর্তমানে সার, চাল, কন্টেইনার, এলপিজি গ্যাসসহ মোট ১৩টি জাহাজ অবস্থান করছে। ২৪ ঘন্টা পর শনিবার সকাল থেকে এসব জাহাজে পণ্য ওঠানামার কাজ শুরু হয়েছে।

এদিকে বাগেরহাটের সাইনবোর্ড-কচুয়া আঞ্চলিক সড়কের উপর গাছ পড়ে তিন ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে দুটি বিদ্যুতের খুটিও ভেঙ্গে গেছে। বিদ্যুতের খুটি ভাঙ্গায় কচুয়া উপজেলার অধিকাংশ গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।ভেঙ্গে যাওয়া বিদ্যুতের দুইটি খূটিতে তিনটি ট্রান্সফরমার ছিল।
শনিবার সকাল নয়টার দিকে উপজেলার সাইনবোর্ড-কচুয়া আঞ্চলিক সড়কের খলিশাখালি নামক স্থানে একটি মেগনি গাছ রাস্তার উপর উপড়ে পড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার কিছুন পর থেকে কচুয়া পল্লি বিদ্যুতের কর্মীরা বিদ্যুত সংযোগ দেয়ার জন্য কাজ করছে।স্থানীয় লোকজন রাস্তার উপর থেকে গাছ সরানোর কাজ করছে।
বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহা-ব্যবস্থাপক মোঃ মোতাহার হোসেন বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, ঘটনা স্থলে লোক পাঠিয়েছি আসা করছি অতিদ্রুত বিদ্যুৎ সংযোগ দেয়া যাবে।


সড়ক ও জনপথ বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মাসুদ বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, গাছের মালিক জেলা পরিষদ। তবে দ্রুত সময়ের মধ্যে যাতে সড়ক যান চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত