বিটিভিতে নৃত্য পরিবেশন করবে শরণখোলার লামিয়া

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৫:৪৭ পিএম, শুক্রবার, ২৪ আগস্ট ২০১৮ | ৫০৯১

বাগেরহাটের শরণখোলার লামিয়া আক্তার মনা। চ্যানেল আই স্বর্ণ কিশোরী। বাল্য বিয়ে প্রতিরোধে কাজ করছেন দুই বছর ধরে। পাশাপাশি নাচের (নৃত্য) চর্চাও করছেন উপজেলার রায়েন্দা পাইলট হাইস্কুলের দশম শ্রেণির এই শিক্ষার্থী। আগামী কাল শনিবার (২৫ আগষ্ট) সকাল ১১টায় বিটিভি’তে (বাংলাদেশ টেলিভিশন) রিংকু হাসানের গ্রুপে একক নৃত্য পরিবেশন করবেন লামিয়া।


উপজেলা সদর রায়েন্দা বাজারের বাসিন্দা মো. মাসুদ হোসাইন মাসুম ও পলি বেগমের দ্বিতীয় কন্যা লামিয়া ছোটবেলা থেকেই নৃত্য ও সংগীতের চর্চা করে আসছেন। স্থানীয়ভাবে রিপা আক্তার তার নাচের প্রথম শিক্ষক। পরবর্তীতে মঠবাড়িয়া উদীচীতে নাচের তালিম নেন। এছাড়া শরণখোলার শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন অংকুরের মাধ্যমে সংগীতের তালিম নিয়েছেন। উপজেলা ও জেলা পর্যায়ে নৃত্য প্রতিযোগীতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন লামিয়া।


লামিয়া বলেন, বিটিভিতে সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। তবে, আমার এ পর্যায় আসার জন্য যাদের অবদান রয়েছে তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত