বাগেরহাটে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৯:৩৮ পিএম, বৃহস্পতিবার, ২ আগস্ট ২০১৮ | ৭৩১

বাগেরহাটে ইসলামী যুব আন্দোলনের ২য় প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের ভিআইপি রোডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত যুব সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মানসুর আহম্মেদ সাকি।


ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ইসলামী আন্দোলনের বাগেরহাট জেলা শাখার সভাপতি আলহাজ¦ হাফেজ মাও. রুহুল আমীন, শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি অধ্যক্ষ মাওঃ রমিজ উদ্দিন, মাও. তাওহিদুল ইসলাম, মাও. আতিকুল ইসলাম, মাও. মাহফুজুর রহমান, বায়েজিত হোসেন, মাও. ফারুক হোসেন প্রমুখ।


বক্তারা বলেন, বর্তমান সরকার জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। যা বিগত সিটি নির্বাচনগুলো থেকে জনগন বুঝতে পেরেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র যুবকরাই পাহারা দেবে বলে। যুবকরা ইসলামী আন্দোলনের ছায়াতলে আসলে এদেশে শান্তি প্রতিষ্ঠা হবে বলে তারা উল্লেখ করেন।


সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত