বাগেরহাটে ইয়ুথ ও কারিগরি শিক্ষা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

মামুন আহম্মেদ

আপডেট : ০৫:২৩ পিএম, রোববার, ২৯ জুলাই ২০১৮ | ৭২৫

বাগেরহাটে যুবদের কারিগরি শিক্ষার প্রয়োজনীতার উপর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে এ্যাকশান এইড এর আর্থিক সহায়তায় ও বাঁধন মানব উন্নয়ন সংস্থার বাস্তবায়নে শহরের দশানীস্থ বাঁধন অফিসে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মনজুরুল হাসান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ রবিন্দ্রনাথ মুখার্জী, বাগেরহাট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগর আলী, শহর সমাজ সেবা কতকর্তা শেখ মনিরুজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্তকর্তা সৈয়দ রওয়নাকুল ইসলাম, বাগেরহাট কারীগরি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল আলিম, বাগেরহাট প্রেসকাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাংবাদিক আজাদুল হক, সরদার ইনজামামুল হক, মোঃ আরিফুর রহমান, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নজরুল ইসলাম, নাগরিক প্রতিনিধি জাহিদ হাসান মিন্টু, ইউপি সদস্য মমতা সেন, এক্সকুডেট ইয়ুথ গ্রুপের মঞ্জু রবি দাস প্রমুখ।

এছাড়াও সংলাপে বাঁধন ইয়ুথ লিডাশিপ প্রজেক্টের প্রকল্প সম্বনয়কারী ফাতেমা আক্তার উপস্থিত ছিলেন। সংলাপে বক্তারা, বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যুবদের জন্য প্রশিক্ষন পরবর্তি সুযোগ-সুবিধা বৃদ্ধির উপর গুরুত্বরাপ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত