কচুয়ায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৩:০২ পিএম, রোববার, ২২ জুলাই ২০১৮ | ৮০০

কচুয়ায় পতিত পাবন শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে রবিবার দুপুরে উপজেলার সাইনবোর্ড বাজারের কালীপদ দেবনাথ স্মৃতি কেন্দ্রীয় দূর্গা মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট প্রেসকাবের সাবেক সভাপতি বাবুল সরদার, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল কবির, ওসি তদন্ত মো.ইকবাল হোসেন সরদার।

রাধা মদন মোহন মন্দির(ইসকন) এর আয়োজনে অধ্যক্ষ প্রাণ গোপাল দাস ব্রম্মচারীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুবোধ চন্দ্র সাহা, মাখন লাল দেবনাথ, প্রদীপ বসু সন্তু, ইসকন মন্দিরের পক্ষে সনাতন মুরারী দাস, সম্ভুনাথ গেীর দাস,বাসুদেব মুন্সি,অরিন্দম দেবনাথ, বিচিত্র দাস প্রমুখ।

পরে সকলের অংশ গ্রহনে সাইনবোর্ড বাজারের কালীপদ দেবনাথ স্মৃতি কেন্দ্রীয় দূর্গা মন্দির থেকে শুরু হওয়া রথযাত্রাটি শিবপুরের শিব মন্দিরে গিয়ে শেষ হয়।

এছাড়া কচুয়া উপজেলা কেন্দ্রীয় মন্দির কমপ্লেক্স থেকে উল্টো রথযাত্রা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এতে রাধিকা প্রসাদ মিত্র, বিমল দত্ত সহ হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত