ট্রাক - মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে

রামপাল সড়কে নিহত-১ আহত ৩

আলী আকবর টুটুল

আপডেট : ০৮:৩৪ এএম, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮ | ১৪৭৫

বাগেরহাটের রামপালে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মোকারম হোসেন (৪০) নামের একজন নিহত হয়েছেন। এসময় মাইক্রোবাসে থাকা আরও তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার জিরোপয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহত মোকারম হোসেন ফরিদপুর জেলার কানাইপুর এলাকার বাসিন্ধা।


আহতরা হলেন, মনির ,কামাল ও ফয়সাল । এদের সকলের বাড়ি ফরিদপুরে।


উদ্ধার কাজে অংশ নেয়া ফায়ার সার্ভিস ও ডিফেন্সের বাগেরহাট উপ-সহকারী পরিচালক মো. মাসুদ সরদার মুঠোফোনে বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, ভোর সাড়ে পাচঁটার দিকে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার জিরোপয়েন্ট এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। দূর্ঘটনা কবলিত মাইক্রোবাসের যাত্রী মোকারম হোসেন নামের একজন ঘটনাস্থলে মারা যায়। এসময় মাইক্রোবাসে থাকা আরও তিনজন আহত হয়। আহতদের মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে জানাগেছে ফরিদপুর থেকে মাইক্রোবাসে মোংলায় ঠিকাদারী কাজে হতাহতরা আসতে ছিলেন ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত