জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু

রামপাল সংবাদদাতা

আপডেট : ০৫:৪৫ পিএম, বুধবার, ১১ অক্টোবর ২০১৭ | ১৭২৯

ইঁদুর দমন

‘ইঁদুর দমন সফল করি, মাঠের ফসল গোলায় ভরি’ এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটের রামপালে শুরু হয়েছে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৭। বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

রামপাল উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান শেখ আবু সাঈদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মো: নাছরুল মিল্লাত প্রমুখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।


প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ইঁদুর লাখ লাখ টন ফসল নষ্ট করছে। তে-খামারের ইঁদুর দমনের সঙ্গে সঙ্গে আমাদের সমাজকে যেসব ইঁদুর কুরে কুরে খাচ্ছে তাদেরও দমন করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত