বাগেরহাটে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:০৩ পিএম, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮ | ৮৯১

বাগেরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও শিশু একাডেমীর উদ্যোগে সাংস্কৃতিক ফাউন্ডেশনে রবীন্দ্র ও নজরুল সংগীত, নৃত্য ও আবৃতি প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরে সেখানে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: শাহিন হোসেন।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন এ্যাডভোকেট পারভীন আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, মুখার্জী রবিন্দ্র নাথ, প্রেসকাবের যুগ্ম সম্পাদক শেখ আজমল হোসেন, জেলা শিক্ষা অফিসের পরিদর্শক রবিউল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, রবীন্দ্র নাথ ঠাকুর ও নজরুল ইসলামের জীবনী পাঠ করে আমাদের শিক্ষা নিতে হবে। প্রকৃত মানুষ হিসেবে শিশুদের গড়ে তুলতে মনিষীদের জীবনী পাঠ করাতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত