শেখ হেলাল উদ্দীন ডিগ্রি কলেজে ২কোটি টাকার বাজেট অনুমোদন

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১০:৪২ এএম, বুধবার, ২৭ জুন ২০১৮ | ৬৬৪

জেলার ফকিরহাট উপজেলাধীন শেখ হেলাল উদ্দীন ডিগ্রি কলেজে ২,০২,১৯,৫৯১.৯৫(দুই কোটি,দুই লক্ষ উনিশ হাজার পাঁচশত একানব্বই টাকা পঁচানব্বই পয়সা) টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। সকাল ১১.০০ টায় অধ্যক্ষের কার্যালয়ে ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন কলেজ অধ্যক্ষ ও সদস্য সচিব বটু গোপাল দাস। বাজেট অনুমোদন করেন কলেজের প্রতিষ্ঠাতা,গভর্ণিং বডির সভাপতি ও খুলনা জেলার সেরা বিদ্যুৎসাহী ও জনপ্রতিনিধি স্বপন দাশ।

কলেজ গভর্ণিংবডির সভায় সর্বসসম্মতভাবে বাজেট অনুমোদন দেয়া হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন গভর্ণিংবডির সদস্য ও শুভদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, জিবি সদস্য ডা: উৎপল কুমার দেবনাথ, স.ম. আব্দুর রব, মোঃ ফারুকুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ আলী, মোঃ তারিকুল ইসলাম, উৎপল কুমার দাস , পলি দাশ প্রমুখ।

সভা শেষে কলেজ আঙিনায় বৃক্ষ রোপণের শুভ উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্ণিং বডির সভাপতি স্বপন দাস। উল্লেখ্য ফকিরহাট বনবিভাগ থেকে কলেজে বনায়নের লক্ষে প্রায় ৩০ প্রজাতির গাছের ৫০০ শত গাছের চারা প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত