মোরেলগঞ্জে ভিজিডি চাল বিতরণ

আরও একবার নৌকায় ভোট দিয়ে প্রতিদান দিতে চাই

স্টাফ রিপোর্টার

আপডেট : ১০:৫৮ পিএম, শুক্রবার, ৮ জুন ২০১৮ | ১২০৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যন্ত অঞ্চলের অসহায় দু:স্থ্য পরিবারগুলোর কথা সার্বক্ষনিক ভেবে থাকেন। আমাদের মত গরীবের জন্য দিয়ে থাকেন ৩০ কেজি করে ভিজি’ডি চাল। প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সে মাকেই আরো একবার ভোট দিয়ে প্রতিদান দিতে চাই এ কথাগুলো বললেন শুক্রবার সকালে জিউধরা ইউনিয়নে বাইনতলা গ্রামের চন্দনা মোহন্ত, বয়সিং গ্রামের লাভলি সিকদার, ডুমুরিয়া গ্রামের বাসন্তি মন্ডল, জিউধরা গ্রামের রিপা আক্তার ও পাজাখোলা গ্রামের কুলসুম বেগম।


সরকারিভাবে বিনামূল্যে প্রতিমাসে ইউনিয়ন পর্যায়ে ৩০ কেজি করে ভিজিডি চাল প্রাপ্ত সুবিধাভোগীরা গনমাধ্যম কর্মীদের সামনে এমনভাবে তাদের মনের আকুতি ব্যক্ত করেন। শুক্রবার মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়ন পরিষদে ২শ’ ৬০ জন সুবিধাভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে এ ভিজিডি চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাদশা।

ইউনিয়ন ট্যাগ অফিসার উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মৃলেশ কান্তি মজুমদার, ইউপি সদস্য আরিফুল কবির বাচ্চু, শিমুল কান্তি মিস্ত্রী, সোহাগ তালুকদার, চানমিয়া শেখ, আব্দুল হাকিম মৃধা ও আসালতা মন্ডল এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত