নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে ৪ জেলেকে

শরণখোলায় আদালতের জরিমানা

শরণখোলা সংবাদদাতা

আপডেট : ০৫:০০ পিএম, বুধবার, ৪ অক্টোবর ২০১৭ | ৯২৯

৪ জেলে

শরণখোলায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল পাতার দায়ে চার জেলেকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস এ রায় প্রদান করেন। পরে জরিমানার টাকা আদায় করে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

দ-প্রাপ্ত জেলেরা হলেন, দেলোয়ার মিস্ত্রি, মিরাজ মিস্ত্রি, রাসেল মিস্ত্রি ও আবুল কালাম হাওলাদার। তাদের বাড়ি মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত তিনটার দিকে উপজেলা মৎস্য বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বলেশ্বর নদের মাঝের চর এলাকা থেকে ওই চার জেলেকে আটক করে। এসময় একটি ডিঙ্গি নৌকা ও তিন হাজার মিটার ইলিশ ধরা জাল জব্দ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় ও তাফালবাড়ি ফাঁড়ি পুলিশের এএসআই আরাফাত হোসেন এ অভিযান পরিচালনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত