জলবায়ু পরিবর্তন বিষয়ক ষ্টেক হোল্ডারদের

মোরেলগঞ্জে কর্মশালা

মোরেলগঞ্জ সংবাদদাতা

আপডেট : ১২:৫৮ পিএম, বুধবার, ৪ অক্টোবর ২০১৭ | ১৬৮১

মোরেলগঞ্জে কর্মশালা

মোরেলগঞ্জে বুধবার সকালে ‘উপজেলা পর্যায়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা বৃদ্ধিকল্পে বিভিন্ন ষ্টেকহোল্ডারদের সমন্বয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি’র সহযোগীতায় ও স্থানীয় সরকার প্রকৌশলী দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালার উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আলমগীর হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মোঃ শাহাদাত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন, জেলা পরিষদের সদস্য আফরোজা আকতার লিমা, মাসুমা আকতার মুক্তা ।

কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার প্রনব কুমার বিশ্বাস, সমাজসেবা অফিসার মঞ্জরুল হাছান, এসএম কলেজের অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন তালুকদার, ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান লাল, এইচএম মাহামুদ আলী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আনিছুর রহমান , মহিলা বিষয়ক অফিসার আঃ ওহাব হাওলাদার, উপসহকারী প্রকৌশলী আমজাদ হোসেন প্রমুখ।

উপজেলা পরিষদ মিলনায়তনে কোষ্টাল কাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাষ্ট্রাকচার প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করেন প্রকল্পের কর্মকর্তা সরদার সাইফুল আলম ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত