রামপালে ১০টাকা কেজি  দরের চাল আত্নসাতের অভিযোগ

রামপাল প্রতিনিধি

আপডেট : ১১:৩৩ পিএম, মঙ্গলবার, ১ মে ২০১৮ | ১৫৬৮

দুঃস্থদের মাঝে বিতরনের জন্য রামপালে ১০ টাকা কেজি দরের ১ টন চাল আত্নসাতের অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে। মঙ্গলবার বিকাল ৫ টায় গিলাতলা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডিলার আজম আলী কে রামপাল থানা পুলিশ আটক করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল এ চাল উদ্ধার অভিযান পরিচালনা করেছেন । তাৎনিকভাবে তিনি বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গুদামে অভিযান চালিয়ে হিসাব করে ১৬ বস্তা (৮০০ কেজি) চাল কম পাওয়া গেছে । এ বিষয়ে আইগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।


ঘটনাস্থলে গিয়ে রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ এর সাথে কথা বললে তিনিও বিষয়টি নিশ্চিত করেছেন ।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমান মঙ্গলবার রাত ১২টা ১৭ মিনিটে মুঠো ফোনে বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, এখনও এব্যাপারে কোন মামলা হয়নি। বিস্তারিত সকালে বলবেন বলে জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত