ইঞ্জিন বিকল হয়ে ভারতীয় জলসিমায় ঢুকে পরায় 

২৭ জেলে সহ ফিশিং বোট ফেরত দিলেন ভারতীয় কোস্ট গার্ড

মাসুদ রানা, মোংলা

আপডেট : ১২:০৬ এএম, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ | ১৩৮

বঙ্গেপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভারতীয় জলসিমায় ঢুকে পরায় বাংলাদেশী ফিশিং বোট “এফবি সাগর ০২” এর ২৭ জন জেলেকে উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে ভারতীয় কোস্টগার্ড। শুক্রবার (৫ এপ্রিল) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানিয়েছে।


শুক্রবার দুপুরে সদর দপ্তরের বরাত দিয়ে মোংলা কোস্ট গার্ড জানায়, গত ১ এপ্রিল চট্টগ্রামের কুতুবদিয়া থেকে "এফভি সাগর-০২" নামক একটি ফিশিং বোটে করে ২৭ জন জেলে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। ৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে হঠাৎ বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় পানির স্রোতে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। বিষয়টি ভারতীয় কোস্ট গার্ড জাহাজ আইসিজিএস আমোঘ দেখতে পেয়ে তারা দ্রুত জেলেসহ বোটটিকে উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডকে অবহিত করে। পরবর্তীতে ৪ এপ্রিল রাতে উভয় দেশের দ্বি-পাক্ষিক সমঝোতার মাধ্যমে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখায় ভারতীয় কোস্ট গার্ড জাহাজ আইসিজিএস আমোঘ ২৭ জন জেলেসহ উদ্ধারকৃত ফিশিং বোটটিকে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান এর নিকট হস্তান্তর করে।

মোংলা কোস্ট গার্ড আরও বলেন, আজ ৫ এপ্রিল মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ার নিকটবর্তী স্থানে উদ্ধারকৃত জেলেদের ফিশিং বোটসহ তাদের মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানায়মোংলা কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত