রামপালে চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক জালাল উদ্দীন

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৪:৫০ পিএম, রোববার, ৩১ মার্চ ২০২৪ | ২৪৩

রামপালে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন প্রথিতযশা সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মো. জালাল উদ্দীন বিশ্বাস (৮০)। উপজেলার ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে রবিবার (৩১ মার্চ) সকাল ১০ টায় জানাযা শেষে ঝনঝনিয়াস্থ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি দুই পুত্র, দুই কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। প্রয়াত জালাল উদ্দীন প্রথমে দৈনিক বাংলাসহ বিভিন্ন পত্রিকায় সুনামের সাথে কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক যুগান্তর পত্রিকায় কর্মরত থাকা অবস্থায় বার্ধক্য জনিত কারণে ইস্তফা দেন। জাতির শ্রেষ্ঠ ওই সন্তানের মৃত্যুতে শোকাভিভূত হয়েছেন এলাকার সকল স্তরের মানুষ।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা সুলতানা বুশরা উপস্থিত হয়ে জাতীয় পতাকা মোড়ানো কফিনে গার্ড অব অনার প্রদান করেন। তার আত্মার মাগফিরাত কামনা করে জানাযায় শরীক হন উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, রামপাল থানা পুলিশ, রামপাল সদর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জামিল হাসান জামু, মুক্তি যোদ্ধা শেখ আ. মান্নান, শেখ নাম হাসান, কেন্দ্রীয় যুবলীগের সদস্য শেখ আ. সবুর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা প্রমুখ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত