বড় ভাইয়ের মৃত্যুশোকে মারা গেলেন ছোট ভাই

মহিদুল ইসলাম, শরণখোলা প্রতিনিধি

আপডেট : ০৭:৩৯ পিএম, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০ | ৯২৫

মাত্র চার ঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বড় ভাইয়ের মৃত্যু দেখে বাড়িতে ফিরেই শোকে মারা যান ছোট ভাইও। হৃদয়স্পর্শী এ ঘটনা ঘটেছে সোমবার রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী ও খুড়িয়াখালী গ্রামে।

বগী ওয়ার্ডের ইউপি সদস্য মো. রিয়াদুল পঞ্চায়েত ও খুড়িয়াখালী ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাচ্চু মুন্সী জানান, ওইদিন রাত সাতটা কুড়ি মিনিটের সময় খুড়িয়াখালী গ্রামের জেলে আব্দুল হক হাওলাদার (৮৫) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাই কৃষক আনোয়ার হোসেন হাওলাদার (৭০) ওই বাড়িতে যান। ভাইয়ের লাশ দেখে বাড়িতে ফিরে মোবাইল ফোনে আত্মীয়-স্বজনদের মৃত্যুর খবর জানাতে জানাতে রাত ১১টার দিকে একটি দীর্ঘশ্বাস ফেলে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

দুই ইউপি সদস্য জানান, আজ মঙ্গলবার সকাল ১১টায় বড় ভাইয়ের এবং বাদ আসর ছোট ভাইয়ের পৃথক পৃথক জানাজা নামাজ শেষে তাদের নিজ নিজ বাড়িতে দাফন করা হয়েছে। শোকসন্তপ্ত দুই পরিবারে চলছে মাতম। শোকের ছায়া নেমে এসেছে আত্মীয়-স্বজন ও গ্রামবাসীর মধ্যে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত