রামপালে একুশে বই মেলার উদ্বোধন 

এম, এ সবুর রানা, রামপাল

আপডেট : ০৫:১৪ পিএম, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ | ১৬০

রামপালে স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছর পরে এই সর্ব প্রথম একুশের বই মেলার উদ্বোধন করা হয়েছে। বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুন নাহার এমপি এ বই মেলার উদ্বোধন করেন।
রামপাল সরকারি কলেজের উদ্যোগে বুধবার বেলা ১১ টায় সল্প পরিসরে ১৪ টি বইয়ের স্টল বসিয়ে এ দুই দিন ব্যাপী এ মেলার শুভ সূচনা করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন হাবিবুন নাহার এমপি।
বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক জেলা জজ শেখ জালাল উদ্দীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা এসি ল্যান্ড শেখ সালাউদ্দিন দিপু, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, রামপাল উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, রামপাল সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর কুমার, ওসি (তদন্ত) বিধান চন্দ্র বিশ্বাস, প্রভাষক মোস্তফা কামাল পলাশ, প্রভাষক শেখ শাহনেওয়াজ, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংবাদিক মুর্শিদা পারভীন প্রমুখ।
বই মেলার স্টলের দ্যুতি ছড়িয়েছে বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিল লাইব্রেরী, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল পাঠাগার ও খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয় লাইব্রেরী। মেলায় বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ শিক্ষার্থীদের সমাগম ঘটে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত