চিতলমারীতে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও বিদায়ী অনুষ্ঠান

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৯:১০ পিএম, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ | ২৮১

চিতলমারী একে ফায়জুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী চিকিৎসক মোঃ আল-আমিনকে সংবর্ধনা ও পঞ্চম শ্রেণীর ১৮ জন শিক্ষার্থীকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের প্রাণ কেন্দ্রে অবস্থিত বিদ্যালয় চত্ত্বরে এক আলোচনা সভা হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসমত হোসেন।


একে ফায়জুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বাবুল কুমার ব্রহ্মের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মহিতুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ বাবুল মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্যাকটর রিনা বিশ্বাস, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার দেবনাথ, আরিফুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান, শেরে বাংলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মিজানুর রহমান, হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বাড়ৈ, এসো শিখি প্রকল্পের কোঅর্ডিনেটর মোস্তফা কামাল ও গোড়ানালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ এমরানুজ্জামান।


এ সময় বিদ্যালয়ের সহকারি শিক্ষক দাউদুল ইসলাম লিন্টু, সুপর্ণা রানী বাড়ৈ, আনিকা আফরিন, মিনু কারদিন নিসা ও মর্জিনা পারভিনসহ শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে শিক্ষাথীদের মধ্যে বক্তব্য রাখেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ইসরাত জাহান ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী কথা ব্রহ্ম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত