রামপালে শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী

রামপাল প্রতিনিধি

আপডেট : ১১:০৭ পিএম, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ | ২৯৬

রামপালে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা শহীদ স্মৃতি বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসটি পালন করা হয়। এ সময় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।
এরপর সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, উপজেলা সহকারী কমিশন (ভূমি) সেখ সালাউদ্দিন দিপু, উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা সুকান্ত কুমার পাল, রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ, উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. গোলজার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মতিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, প্রেসক্লাব রামপালের সভাপতি এম. এ সবুর রানা, সিনিয়র সহ সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার. উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক শেখ সাদী প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালে এই দিনে মহান বাংলাদেশে ঘৃণ্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ দিন মুক্তিযুদ্ধে নিশ্চিত পরাজয় জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার চক্রান্ত করে নৃশংস হত্যাযজ্ঞ চালায়। তারা তাদের এ দেশীয় দোসরদের নিয়ে শিক্ষক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তাসহ বহু মানুষকে হত্যা করে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত