চিতলমারীতে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৪:২২ পিএম, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ | ৩০১

‘নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ এই বিষয়কে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলা পরিবার পরিকল্পনা সভাকক্ষে এ সভা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোঃ মামুন হাসান। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক খন্দকার সাইফুজ্জামান শিখন।


এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ সোহেল পারভেজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুনেছা, পরিসংখ্যান কর্মকর্তা জনি সরকার, চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অর্চনা দেবী বড়াল ঝর্ণা ও সাংবাদিক এস এস সাগরসহ পরিবার পরিকল্পনা দপ্তরের সকল কর্মকর্তা এবং কর্মচারী উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) রূপক হীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত