চিতলমারীতে নিরাপদ সবজি উৎপাদনের লক্ষে কৃষক-কৃষাণীর প্রশিক্ষণ

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ১২:৩০ এএম, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ | ৩৪৬

বাগেরহাটের চিতলমারীতে নিরাপদ সবজি উৎপাদনের লক্ষে কৃষক-কৃষাণীর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা কৃষি দপ্তরের সভাকক্ষে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা খামারবাড়ির অতিরিক্ত পরিচালক (প্রকল্প বাস্তবায়ন ও মূল্যায়ন) জেবুন নেছা জাবেদুর।

প্রকল্প পরিচালক শেখ ফজুলল হক মনির সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা খামারবাড়ির উপ-পরিচালক শাকিলা আরভিন ঝুমু (প্রকল্প মূল্যায়ন ও মনিটরিং) এবং জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন। প্রশিক্ষণটি সঞ্চালনে ছিলেন চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল-মারুফ। প্রশিক্ষণ শেষে কর্মকর্তরা উপজেলার বিভিন্ন সবজির ক্ষেত পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত